-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- অবৈধ শিশু খাদ্য তৈরির কারখানার সন্ধান জরিমানাসহ বন্ধ ঘোষনা
নওগাঁঃ
- আপডেট টাইম : August, 5, 2022, 9:07 pm
- 25
মো.আককাস আলী :
নওগাঁয় অবৈধ শিশু খাদ্য তৈরির এক কারখানার সন্ধান মিলেছে।ভোক্তা সংরক্ষণ অধিদফতর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ঘোষণা করেন। ওই প্রতিষ্ঠানের নাম সতেজ ফুড প্রোডাক্ট। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলায় রজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হোসেন।
শামীম হোসেন জানান, দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়।বাজার তদারকির সময় গোপন সূত্রে জানা যায় সতেজ ফুড প্রোডাক্টকে অবৈধভাবে লাইসেন্সবিহীন শিশু খাদ্য তৈরি করা হচ্ছে।পরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।এছাড়া প্যাকেটের গায়ে কেরানীগঞ্জ ঢাকা নামক মিথ্যা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এসবের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম কিবরিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
Leave a Reply