মো. সাইফুল ইসলাম :
আজ ৯ নভেম্বর শনিবার হাজীগঞ্জে বাদ জোহর ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের আয়োজনে দরবার শরীফ থেকে জুলুছ বের হয়ে হাজীগঞ্জ বাজারের উপর দিয়ে গিয়ে পৌরসভা পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হবে। পথিমধ্যে হাজীগঞ্জ বাজারের উপর সড়কে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
জুলুছে নেতৃত্ব দিবেন এবং হাজীগঞ্জ বাজারে আলোচনা করবেন ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী আল আবেদী। জুলুছ শেষ করে দরবার শরীফে মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হবে। শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীর সাহেব সৈয়দ জাহান শাহ।
সময় নিউজ২৪.কম/এমএম
Leave a Reply