আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা:
আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ এমদাদুল হক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন এর প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে রাতে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আ,লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শফিক নতুন কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন।
উল্লেখ, সম্মেলন উদ্বোধন করেন রেলপথমন্ত্রী এ্যাড. মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আ,লীগের সাংগঠনিক সম্পাদক মোঃসাখাওয়াত হোসেন শফিক, আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন- এম.পি, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়-১আসনের সাংসদ মোঃ মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এ্যাড.সুফরা বেগম রুমি, প্রধান বক্তা হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত স¤্রাটসহ জেলা ও উপজেলা আ,লীগের নেতাকর্মী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Leave a Reply