অনলাইন ডেস্কঃ
বলিউড পাড়ায় অনেকদিন ধরেই জল্পনা চলছিল । অবশেষে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান নিজেরাই ঘোষণা করলেন যে, তাদের জীবনে আরও এক সন্তান আসতে চলেছে।
আপনাদের সঙ্গে এই দুর্দান্ত খবরটি শেয়ার করতে পেরে আমরা দারুণ আনন্দিত। আমাদের পরিবার আরেকটু বড় হতে চলেছে। আপনাদের অবিরাম ভালোবাসা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।’ সাইফ এই বার্তার সঙ্গে জুড়ে দিয়েছেন কারিনার গর্ভাবস্থার একটি ছবি। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উঠান ভেসে যাচ্ছে ভক্ত আর সহকর্মীদের অভিনন্দন বার্তায়।
উল্লেখ্য, ২০১২ সালে সাইফ-করিনার বিয়ে হয়। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দেন ‘সাইফিনা’। এর আগে আরেক বলিউড তারকা অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবন রয়েছে সাইফের। সেখানে সারা আলী খান ও ইব্রাহীম আলী খান নামে দুই সন্তান রয়েছে।
আর ৩৯ বছর বয়সী কারিনা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। আর ৪৯ বছর বয়সে চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন সাইফ আলী খান। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম হয় তৈমুরের। এবার বড় ভাই হবে ছোট্ট তৈমুর।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply