//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


ইবির দা’ওয়াহ বিভাগের পুনর্মিলনী আগামীকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি:
১ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশন উদ্যোগে ১ম পুনর্মিলন-২০২৩। আগামীকাল শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালিত হবে দিনটি।
তথ্য সূত্রে, দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে যা যা থাকছে- সকাল ৭টা থেকে ৯টা উপহার সামগ্রী গ্রহণ, সকালের নাস্তা ও দুপুরের খাবারের টোকেন সংগ্রহ (অনুষদ ভবন ৪০১ নং কক্ষ) নাস্তা গ্রহণ (টিএসসিসির ক্যাফেটরিয়া), ৯টা থেকে ৯.৪৫ এ র‌্যালির প্রস্তুতি, ৯.৪৫-১০.২৫ র‌্যালি, বেলুন উড্ডয়ন (অনুষদ ভবনের দক্ষিন গেট থেকে শুরু করে বিজ্ঞান অনুষদ, প্রশাসন ভবন ও প্রধান ফটক হয়ে টিএসসিসি মিলনায়তন), ১০.৩০ অতিথিদের আসন গ্রহণ, ১০.৩৫ পবিত্র কুরআন তিলাওয়াত, ১০.৪০ জাতীয় সংগীত,১০.৪৫ স্বাগত বক্তব্যঃ এলামনাই এসোসিয়েশন -এর সাধারণ সম্পাদকের, ১০.৫০ হামদে বারী-তা’আলা, ১০.৫৫ ক্রেস্ট প্রদান, ১১.০০ এলামনাইদের পক্ষ থেকে বক্তব্য প্রদান, ১১.১৫ গেস্ট অব অনার-এর বক্তব্য, ১১.২০ বিভাগীয় সভাপতি ও এলামনাই-এর প্রধান উপদেষ্টার বক্তব্য, ১১.২৫ ডিন মহোদয়ের বক্তব্য, ১১.৩০ বিশেষ অতিরি বক্তব্য, ১১.৩৫ ট্রেজারার মহোদয়ের বক্তব্য, ১১.৪০ উপ-উপাচার্য মহোদয়ের বক্তব্য, ১১.৪৫ উপাচার্য মহোদয়ের বক্তব্য, ১১.৫০ এলামনাই প্রস্তাবণা ও ঘোষণা, ১১.৫৫ সভাপতি মহোদয়ের বক্তব্য, ১২.০০
১ম পর্বের সমাপ্তি।
১২.০০টায় খসড়া গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন, ১২.৩০ এলামনাই -এর কার্যনির্বাহী কমিটি গঠন, ১.০০-২.১৫ মধ্যাহ্নভোজ ও যোহরের সালাতের বিরতি, ২.১৫-৪.১৫ স্মৃতিচারণ : শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, ৪.১৫-৫.০০ নাস্তা ও আসরের সালাত, ৫.০০-৬.২০ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬.২০-৬.৫০ মাগরিবের সালাতের বিরতি, ৬.৫০-৭.১৫ সাংস্কৃতিক অনুষ্ঠান (অবশিষ্টাংশ), ৭.১৫-৭.৩০ দু’আ-মুনাজাত ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে কুষ্টিয়া ও ঝিনাইদহ যাওয়ার জন্য পরিবহণ ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
%d bloggers like this: