-
- ময়মনসিংহ বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- ইসলামপুরে ইলেকট্রিশিয়ান সমিতির বঙ্গবন্ধুর জন্মদিন প্রস্ততি অনুষ্ঠানে বিএনপির নেতার হামলা
- আপডেট টাইম : March, 17, 2023, 10:00 pm
- 19
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত ৯ টায় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাত ৯ টায় মাইকে বঙ্গবন্ধুর ভাষন বাজানোর সময় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে অতর্কিত হামলা ও ভাংচুর করেছে। এ সময় বঙ্গবন্ধুর ভাষণ বাজানোবস্থায় মাইক ও চেয়ার টেবিল তচনছ করেছে।
ইসলামপুর থানার ওসি তদন্ত আনসার উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং হামলার নেতৃত্ব দানকারী রেজাউল করিম ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে হামলাকারীরা।
বঙ্গবন্ধুর অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।
Like this:
Like Loading...
Related
Leave a Reply