লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে অসহায় ৩শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাজেদা মাহমুদ উচ্চ বিদ্যালয়,চন্দনপুর নতুন বাজার মোড় ও পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের তিন শতাধিক অসহায় শীতার্ত পরিবারের হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীত বস্ত্র তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর,গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সময় নিউজ২৪.কম
Leave a Reply