রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনলাইন প্রাইমারী স্কুলের ৬ মাস পূর্তি উপলক্ষে অগ্রগতি মূল্যায়ন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুলক হক খান, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার মৃধা।
পরে কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুলের ৬ মাস পূর্তি উপলক্ষে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সময় নিউজ২৪.কম/এমএম
Leave a Reply