রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
র্যাবের এক অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে র্যাব-১৪ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।আটক মোঃ আশরাফুল ইসলাম (৩৬) জেলার সদর উপজেলার স্বল্প মারিয়া গ্রামের গোলাপ মিয়ার পুত্র।
র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃশাহরিয়ার মাহমুদ খান জানান, শুক্রবার রাতে তারা কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্বদামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোরিক্সা তল্লাশী ৫০০ পিচ ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ২০০ টাকাসহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply