কিশোরগঞ্জ প্রতিনিধি:
র্যাবের এক অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার সময় র্যাব- ১৪ এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক মোঃ বিল্লাল (৪৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার রায়খোলা গ্রামের মোঃ ইব্রাহিমের পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ল্যাফ. এম. শোভন খান জানান, রবিবার রাতে তারা জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সময় নিউজ২৪.কম/এমএম
Leave a Reply