রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ পূর্ব কাতিয়াচর এলাকার তার বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত হৃদয় মিয়া (২২) সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকার সিদ্দিক মিয়ার পুত্র। সে পেশায় একজন
নির্মাণ শ্রমিক।
পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে এলাকার পাথর মিয়ার পুত্র বাবু মিয়া তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে হৃদয় মিয়া বাড়ি ফিরে আসেনি।সকালে বাড়ির লোকজন গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় হৃদয় মিয়াকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের ধারণা পূর্ব শত্রুতার জেরে হৃদয় মিয়াকে হত্যা করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply