রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস ২০২২ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (৩০ নভেম্বর) অতিথি কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে গিয়ে শেষ হয়।পরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন- অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া।
বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান,পেশাজীবী সংগ্রাম পরিষদে আহবায়ক মোঃ হারুন অর রশিদ, ইমারত নির্মাণ
প্রকৌশলী কল্যাণ সংগঠনের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এতে বিভিন্ন প্রকৌশল সংস্থার কর্মরত সদস্য ও ডিপ্লোমা প্রকৌশলীগণ অংশ নেন।
Leave a Reply