রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
র্যাবের এক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে র্যাব- ১৪ এক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃত মোঃ মিলন মোড়ল (৩৫) জেলার পাকুন্দিয়া উপজেলার টান লক্ষিয়া গ্রামের মৃত ওমর আলীর পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান জানান, বৃহস্পতিবার রাতে তারা জেলার পাকুন্দিয়া উপজেলার টান লক্ষিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫০০ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply