রাজিবুল হক সিদ্দিকী,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও এ২আই প্রোগ্রাম এর সহায়তায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ০৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওযান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া।
বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার মোছাঃ নাবিলা ফেরদৌস।দুই দিন ব্যাপী এ মেলায় ৪টি প্যাভিলিয়নে সলভেশন ও ইনোভেশন এর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ করে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়কিশোরগঞ্জ, বিআরটিএ কিশোরগঞ্জ, জেলা কর্মসংস্থান ও কর্মশক্তি অফিস, ভূমি প্রশাসন, পোস্ট অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ ৮১টি সরকারী দফতর এ মেলায় স্টল প্রদর্শন করেন।
Leave a Reply