রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি কর্তৃক কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট বোর্ডের ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, ক্রীড়া অফিসার আল আমীন সবুজ, ক্রীড়াবিদ মোতাকাব্বি পারভেজসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে স্কোর বোর্ড, প্রেকটিস নেট, ৩টি ঘাস কাটার মেশিন, ১টি রোলার, ২টি পিচ কভারসহ অন্যান্য প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী।
সময় নিউজ২৪.কম
Leave a Reply