রাজিবুল হক সিদ্দিকী,কিশোরগঞ্জ:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জে এক আনন্দ র্যালি বের করা হয়।শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন স্টেডিয়ামে এসে র্যালিটি শেষ হয়।
উক্ত র্যালিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম,পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার),জেলা পরিষদ প্রশাসক মোঃজিল্লুর রহমান রহমান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.এম.এ আফজল,পৌর মেয়র মোঃপারভেজ মিয়া,উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সরাসরি সম্প্রচার করা হয়।এতে সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।সন্ধ্যায় উক্ত স্থানে আতশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply