সাইফুল ইসলাম ফয়সালঃপদ্মা সেতুর উদ্বোধন সম্মিলিতভাবে উপভোগ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে বড় পর্দায় সরাসরি সম্প্রচার অনুষ্ঠান মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈন,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড.মো আবু তাহের,আইকিউএসির পরিচালক অধ্যাপক ড.মোঃরশিদুল ইসলাম শেখ,ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড.মুহা.হাবিবুর রহমান,শিক্ষক সমিতির সভাপতি ড.দুলাল চন্দ্র নন্দী,সাধারণ সম্পাদক ড.মোঃ মোকাদ্দেস-উল-ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply