রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ হাসান সারোয়ার মহসিন ১২ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী নূরুল মিল্লাত পেয়েছ ৪ হাজার ২৯১ ভোট। উক্ত আসনে বিএনপি প্রার্থী সকাল ১১টায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে ভোট বর্জন করেন।
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ পারভেজ মিয়া ২৭টি কেন্দ্রে ২০ হাজার ৯২০ ভোট পেয়েছে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাজী মোঃ ইসরাইল মিয়া ২০ হাজার ৪৮২ ভোট পেয়েছেন। এ আসনে ওয়ালী নেওয়াজ খান কলেজ কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫২ জন।
সময় নিউজ২৪.কম
Leave a Reply