-
- রংপুর বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- গাইবান্ধায় প্রবাহিত হচ্ছে হিমেল হাওয়ায়।। সাধারণ মানুষ ভোগান্তিতে
- আপডেট টাইম : January, 13, 2021, 2:14 pm
- 39
সরকার লুৎফর রহমান,গাইবান্ধাঃ
গাইবান্ধায় প্রবাহিত হচ্ছে হিমেল হাওয়ায়। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জেলাজুরে সকাল থেকে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে অন্যদিনের তুলনায় ঠান্ডা অনেকটাই বেড়েছে।
গতকাল সোমবার বিকেল হতে সামান্য কুয়াশা দেখা দেয় মঙ্গলবার দুপুরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা ছড়াতে পারেনি তবে কুয়াশার পরিমান বৃদ্ধি হয়নি । এ রিপোর্ট লেখা পর্যন্ত হিমেল হাওয়া বেড়েই চলছে ফলে শৈত্যপ্রবাহ তিব্র আকার ধারণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শুকনো মৌসুমের কারণে গ্রাম গঞ্জে ধুলাবালির পরিমান বৃদ্ধি ও শীতের কারণে নিউমোনিয়া, সর্দি-কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিকেল হতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু ও বয়োবৃদ্ধ।
এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া ( খেটে খাওয়া) মানুষের চলছে চরম দুর্দিন। জেলাজুরে চাহিদার তুলনায় শীতবস্ত্র বিতরণ অতি সামান্য হওয়ায় হতাশা বিরাজমান এ মানুষগুলো। অধিক বিপদে পড়েছে চরের মানুষগুলো। কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের পর জেলাজুরে অনেকে বেকার হয়ে পড়ায় প্রয়োজনীয় গরম কাপড় কিনতে পারছেনা শ্রমজীবী মানুষগুলো। পুরাতন কাপড় গত বছরের তুলনায় বিক্রিও অনেকটা কম বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা ১৬ থেকে ২৫ ডিগ্রীতে উঠানামা করছে। আবহাওয়া অফিস সূত্রে পরিস্থিতির অারও অবনতির আভাস পাওয়া যাচ্ছে।
সময় নিউজ২৪.কম
Related
Leave a Reply