-
- আইন আদালত, ময়মনসিংহ বিভাগ, লিড নিউজ
- গোবিন্দগঞ্জে ছাত্রী’কে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
- আপডেট টাইম : July, 27, 2020, 6:18 pm
- 252
সরকার লুৎফর রহমান,গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের মৌখিক অভিযোগে ২ ঘন্টার ব্যাবধানে ৫ যুবককে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
ঘটনা সুত্রে জানা গেছে, ২৭ জুলাই রাত ১২ টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের দশম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে তার প্রেমিক পলাবার পথে
নাওভাংগা এলাকায় পৌঁছালে অত্র এলাকার নীল মাহমুদের পুত্র এনামুল হক(৩০),আজিম উদ্দিনের পুত্র রেজাউল(৩২),ভোলা মিয়ার পুত্র ধলু(২৫),এজদুর রহমানের পুত্র সুমন মিয়া(২৩) ও সাহারুল কাজীর পুত্র সাদ্দাম ওরফে সুজন কাজীর(২৬) খপ্পরে পড়ে তাদের লালসার স্বীকার হয় প্রেমিকা। অভিযুক্ত আসামী ধলুর বাড়ীর এক ঘরে বন্দী করে রাত ১টা থেকে ২টা পর্যন্ত এ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনার পর প্রেমিক-প্রেমিকাদ্বয় রাত আনুমানিক সাড়ে তিনটার সময় গোবিন্দগঞ্জ থানায় পৌঁছে বিষয়টি থানায় অবহিত করলে তাৎক্ষণিকভাবে থানার এসআই মামুনের নেতৃত্ব একটি টিম ভিকটিমদ্বয়কে নিয়ে আসামি ধলুর বাড়ি সনাক্ত পূর্বক অভিযুক্ত ধর্ষক সাদ্দামকে আটক করে। এবং তার দেয়া তথ্য মতে বাকি ৪ ধর্ষকদের ভোর পর্যন্ত অভিযানে চালিয়ে পর্যায়ক্রমে আটক করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ একেএম মেহেদী হাসান।
সময় নিউজ ২৪.কম/এএসআর
Leave a Reply