বিশেষ প্রতিনিধি:ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত শর্টফিল্ম “রক্তচরিত” এর টিজার। সম্পূর্ণ থ্রিলার ধর্মী এ শর্টফিল্মটি পরিচালনা করেছেন রাজবাড়ীর তরুণ নির্মাতা আদর মীর্জা। ফিল্ম বিট এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত ছবিটি এপ্রিলের শেষ সপ্তাহে মুক্তি পাবে।এদিকে ১ মিনিট ৪১ সেকেন্ডের এ টিজারটি অনলাইনে মুক্তির পরই দর্শক মনে বেশ সারা ফেলেছে। ছবিটিতে অভিনয় করেছেন নোমান হোসেন ও খাইরুল বাসার।অারো পড়ুন :সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ুন
চিত্রনাট্য লিখেছেন অনিক কান্তি সরকার। বাইকারদের জীবনের একটি সত্য ঘটনাকে ফিল্মি রূপ দেয়ার মাধ্যমে এগিয়ে গেছে ‘রক্তচরিত’ এর গল্প।এ বিষয়ে নির্মাতা আদর মীর্জা জানান থ্রিলার প্রেমীদের কথা মাথায় রেখে ছবিটি নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি একটি ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারবো।তিনি আরো বলেন, ছবিতে এমন একটি গল্ম বলেছি যা অনেক বাইকারই এক্সপিরিয়েন্স করেন। দর্শক বেশ উপভোগ করবেন গল্পটি।
সময়নিউজ২৪.কম/ এ এস আর
Leave a Reply