-
- খুলনা বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- চুয়াডাঙ্গার বেগমপুর সড়কে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১
- আপডেট টাইম : February, 25, 2021, 5:24 pm
- 55
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর সড়কে পুলিশ ফাঁড়ির সামনে অবৈধ গাড়ি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে থাকা ফরিদ উদ্দিন(৪৫) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। । বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় বেগমপুর গ্রামের পুলিশ ফাঁড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ সূত্র জানা যায়,আলমসাধু গাড়িতে প্রাণ কোম্পানির পণ্য পরিবহনের সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রাম থেকে বেগমপুরে যাওয়ার পথে পুলিশ ক্যাম্পের নিকট পৌছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে থাকা ফরিদ উদ্দিন(৪২) ও শরীফ হোসেন(২৫) নামের দুই জন গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে ফরিদ উদ্দিনের মৃত্যু হয়।আহত শরীফ হোসেন কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফরিদ উদ্দিন দর্শনা থানার আজম পুর গ্রামে আব্দুর রশিদের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ফরিদ উদ্দিনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা ছিলো।বিষয় টি নিশ্চিত করেছেন বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসলাম পারভেজ।
সময় নিউজ২৪.কম
Related
Leave a Reply