লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামে, সে একই গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে।
জামালপুর জেলা কারাগারের চিকিৎসক ডাঃ মাহাবুব হাসান বাপ্পাী জানান, টাকা আত্বসাতের মামলার এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদী আমজাদ হোসেন বৃহস্পতিবার সকাল থেকেই বুকে ব্যাথা অনুভব করছিলো। তাকে সকালে চিকিৎসা দেয়া হয়েছে। দুপুরের দিকে আবারো বুকে ব্যাথা অনুভব করলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, আমজাদ হোসেন এমনিতেই বয়স্ক ছিলেন। আজ সকালে তিনি বাড়িতে তার পরিবারের লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। তার মায়ের অসুস্থতার খবরে হয়তো তিনি হার্ট এ্যাটাক করেছেন।
এছাড়া তার লাশ ময়না তদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে। আমজাদ হোসেন টাকা আত্বসাতের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত আগষ্ট মাস থেকে কারাগারে ছিলেন।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply