-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার!
- আপডেট টাইম : February, 22, 2021, 9:45 pm
- 99
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁ জেলা শহরের মধ্যেদিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। সোমবার বিকালে নওগাঁ জেলা শহরের পার-নওগাঁ হাজীপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেন নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে মৃতদেহটি নদীতে দেখতে পেয়ে স্থানিয়রা সদর মডেল থানায় খবর দেয়। নদীতে যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পরলে মহূর্তের মধ্যে মৃতদেহটি দেখতে ঘটনাস্থলে ভীড় জমান হাজারো মানুষজন। খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ সোরওয়ার্দী হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংবাদ লেখার সময় পর্যন্ত উদ্ধারকৃত যুবকের মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ওসি আরো বলেন, মৃতদেহটির পরিচয় সনাক্ত সহ মৃত্যুর কারন উৎঘাটনে পুলিশ তৎপর রয়েছে, এছাড়া ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর পর্কৃত কারন জানা যাবে বলেও জানিয়েছেন ওসি।
Related
Leave a Reply