-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, শিল্প ও সাহিত্য, সারাদেশ
- নওগাঁয় ইউপি মেম্বার সহ ৯ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ
- আপডেট টাইম : January, 27, 2023, 8:35 pm
- 28
শহিদুল ইসলাম জি এম মিঠন,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় জুয়ার আসরে থানা পুলিশের অভিযান। স্থানীয় ইউনিয়ন পরিষদ এর মেম্বার সহ ৯ জনকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার দিনগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদেরকে আটক করেন রানীনগর থানা পুলিশ। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিকের বাড়ী থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫), একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯), খাজের আলীর ছেলে দুলাল হোসেন(৪০),মজিবুর প্রামানিকের ছেলে চঞ্চল প্রামানিক (৪৮), জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০), তছির উদ্দীনের ছেলে জুয়ের হোসেন (৪৪), অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮), আশরাফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০) কে আটক করা হয়।
আটককালে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৯ শ’ ২০টাকা জব্দ করা হয়। এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদকের কারবার ও জুয়াবন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।আগামীতে এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান ওসি।
Like this:
Like Loading...
Related
Leave a Reply