-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- নওগাঁয় মাঠ দিবস উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট টাইম : January, 17, 2021, 4:12 pm
- 44
শহিদুল ইসলাম জি এম মিঠনঃ
‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী’ বিষয়ে নওগাঁর বদলগাছীতে মাঠ দিবস উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দাউতপুর গ্রামের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মনজুর রহমান।
এসময় বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সামছুল আলম খান ও এসএম জহির রায়হান, ইউপি সদস্য সাজেদা বেগম, কৃষক নুর ইসলাম ও জিল্লুর রহমান সহ অন্যরা। এসময় স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভায় স্বল্প সময়ে কন্দাল জাতীয় ফসল উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।
সময় নিউজ২৪.কম
Related
Leave a Reply