শহিদুল ইসলাম জি এম মিঠনঃ
নওগাঁয় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রতিবেদনে বাদপড়া তালিকায় নাম থাকায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার(২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী নওগাঁর ধামুরহাট উপজেলার ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা গেটের সামনে অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী ও ছেলে মেয়েরা অংশ গ্রহণ করেন।
গত ৬ ফেব্রুয়ারী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুক) কর্তৃক উপজেলার ৮৯ জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়। গত ২২ ফেব্রুয়ারী যাচাই বাছাই প্রতিবেদনে ৫৭ জন মুক্তিযোদ্ধাকে বাতিল করে নামের তালিকা প্রকাশ করা হয়। গত ২৫ ফেব্রুয়ারী তারিখে যাচাই বাছাই প্রতিবেদনে বাতিল তালিকায় নাম থাকার কথা শুনে উপজেলার নেউটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহার উদ্দিন (৮০) অসুস্থ্য হয়ে ওই দিন সকালে মারা যান। এতে এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ দেখা দেয়।
বীর মুক্তিযোদ্ধাগণ,মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারবর্গ এবং সচেতন ধামইরহাটবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাদ পড়া বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান শিক্ষক মো.ইয়াকুব আলী সরদার,মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক সুলতান মাহমুদ,মো.ওমর ফারুক প্রমুখ।বক্তাগণ অবিলম্বে প্রহসনমূলক যাচাই বাছাই কার্যক্রম বাতিল করে বীর মুক্তিযোদ্ধাদের হয়রনী থেকে রক্ষার জন্য দাবী জানান।
Leave a Reply