-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- নওগাঁয় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণের উদ্বোধন
- আপডেট টাইম : January, 27, 2023, 2:12 am
- 38
মো.আককাস আলী :
নওগাঁর পত্নীতলায় ২০২২-২৩ অর্থ বছরে বোরো মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওয়তায় হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার। ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিমুল হক প্রমুখ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ৫০% সরকারি ভর্তুকি দিয়ে চাষীদের জন্য খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়তায় ধান, গম, সরিষা ও ভুট্টা মাড়াই মেশিন পাওয়ার থ্রেসার (বোঙ্গা) তিনটি বিতরণ করা হয়।
Like this:
Like Loading...
Related
Leave a Reply