-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- নওগাঁয় শহিদ আসাদ স্মরণে আলোচনা সভা
- আপডেট টাইম : January, 21, 2021, 6:51 pm
- 44
শহিদুল ইসলাম জি এম মিঠনঃ
নওগাঁয় ছাত্রনেতা শহিদ আসাদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার রাতে শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে একুশে পরিষদ নওগাঁর আয়োজনে শহিদ আসাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপত অ্যাড. ডি. এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা অবসর প্রাপ্ত প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এস এম মোজাফ্ফর হোসেন, উপদেষ্টা বিন আলী পিন্টু, উপদেষ্টা সজল কুমার চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, সহ সাধারণ সম্পাদক নাইস পারভীন প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চলনা করেন সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার।
সভায় বক্তারা বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান এদেশের স্বাধীনতার আন্দোলনকে বেগবান করেছে। আর ওই দিন ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্রনেতা
আসাদের মৃত্যু হয়েছিলো। আলোচকরা নতুন প্রজন্মকে আসাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
সময় নিউজ২৪.কম
Related
Leave a Reply