নিহত রোহান সদর উপজেলার হবখালী ইউনিয়নের ডাঙ্গা-সিঙ্গিয়া গ্রামের চাঁন মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রোহান বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর বাড়িতে ফিরে না আসায় অনেক স্থানে খোঁজাখুজি করা হয়। তাকে মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছিল না। এরপর বুধবার তার লাশ উদ্ধার হলেও ইজিবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি। রোহানের গলা ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত; তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সময় নিউজ২৪.কম
Leave a Reply