উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পবন ঠাকুরের পূজা উপলক্ষে মতুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নড়াইল পৌরসভাধীন ভাদুলীডাঙ্গা এলাকায় এ মতুয়া উৎসব অনুষ্ঠিত হয়। ভাদুলীডাঙ্গা মতুয়া সংঘ ও ভাদুলীডাঙ্গা গ্রামবাসীর আয়োজনের এ মতুয়া উৎসবে সভাপতিত্ব করেন বিধান দাম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল এ উৎসবে যোগদান করে। মতুয়া সংঘের সদস্যরা ও সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসবের কার্যক্রম।
এ মতুয়া উৎসব প্রসঙ্গে সভাপতি বিধান দাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণভাবে পবন ঠাকুরের পূজা উপলক্ষে মতুয়া উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত ঝড়, বৃষ্টি, বন্যা থেকে রক্ষা পাবার অভিপ্রায়ে পবন দেবের আশীর্বাদপুষ্ট হয়ে মনুষ্যকূলের ক্ষতিসাধন যেন না হয় সেজন্য এ আয়োজন করা হয়ে থাকে। এ মতুয়া উৎসবের মাধ্যমে মনুষ্যকূলের মঙ্গল সাধিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মতুয়া উৎসবে আগত ভক্তরের আহারের জন্য ভোগের ব্যবস্থাও রয়েছে বলেও তিনি জানান।
সময়নিউজ২৪.কম
Leave a Reply