উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা সদর উপজেলার সিঙ্গাশৈলপুর ইউনিয়নের চেয়ারম্যান’র উদ্যোগে, বিশেষ লাইটিং এর মাধ্যমে দিবাগত রাতে নড়াইল জেলার, গোবরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল ৮ দলীয় ফুটবল ফাইনাল খেলায়, নড়াইল সবুজ সংঘ বনাম খুলনার রূপক ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, উক্ত টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসাবে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা সদর উপজেলার সিঙ্গাশৈলপুর ইউনিয়নের চেয়ারম্যান উজ্জ্বল।
বিশেষ অতিথি ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলী বলেন নিয়মিত খেলা দুলা করুন, শরীর ও মনকে সুস্থ রাখুন। সকলকে-ইয়াবা জঙ্গি-সন্ত্রাস-ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। প্রতিযোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থি’ত ছিলেন।
সময় নিউজ২৪.কম/এমএম
Leave a Reply