রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাসির নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাসির (৩৬) একই গ্রামের করিমের পুত্র।
জানা যায়, কলার ছড়ি নিয়ে নাসির ও স্বপন তর্কাতর্কি জড়িয়ে পড়ে।এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে স্বপন তার দূর সম্পর্কের চাচাতো ভাই নাসিরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।পরে স্থানীয় ও প্রতিবেশীরা নাসিরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply