-
- আইন আদালত, রংপুর বিভাগ, লিড নিউজ
- পিকাপ ভ্যান হতে ২’শ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপডেট টাইম : July, 27, 2020, 6:29 pm
- 312
সরকার লুৎফর রহমান,গাইবান্ধাঃ
গাইবান্ধার পিকাপ ভ্যান হতে ২’শ বোতল ফেনসিডিল উদ্ধার করলো গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২৭ জুলাই রাত ১২.১০ সময় একটি পিকআপে করে ২০০ বোতল ফেন্সিডিল পাচারের সময় আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এসআই তয়নের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-গোবিন্দগন্জ সড়কের সাপমারা ইউপির তরফকামাল মৌজার ভাংগা ব্রিজের উপর দিনাজপুর হতে ঢাকাগামী একটি ক্যারেট বোঝাই পিকাপ আটক পূর্বক তল্লাশি করে ক্যারেটের ফাঁকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২’শত বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এসময় ২জনকে আটক করা হয় আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার বালুগণা গ্রামের হাওলাদারের পুত্র আবু তালেব (৩৭) এবং পিকাপ চালক চাঁদপুর জেলার হাইমচর গ্রামের সুলতান মোল্লার পুত্র হারুন মোল্লা। আসামি আবু তালেবের বিরুদ্ধে ডিএমপি ঢাকার আদালতে আরো ২ টি মাদক মামলা বিচারাধীন আছে।আসামি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সময় নিউজ ২৪.কম/এএসআর
Leave a Reply