লাখ লাখ লিটারের পানিতে প্রায় দেড় হাজার বিদেশি মাছের বাড়ি হয়ে ওঠা জার্মানির বার্লিনের বিখ্যাত মুক্তভাবে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার অ্যাকুরিয়াম ফেটে গেছে। দেশটির স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে।
দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পরেই ঘটনাস্থলে জরুরি বিভাগের অন্তত ১০০ কর্মী ওই ঘটনাস্থলে হাজির হয়। বার্লিনের পুলিশ টুইট বার্তায় জানিয়েছে, “ এই ঘটনায় অবিশ্বাস্য ক্ষতি হয়েছে।এছাড়া ছিটকে আসা কাঁচের আঘাতে দুই জন আহত হয়েছে।”
অ্যাকুরিয়ামটি ফেটে পড়ায় কমপ্লেক্সটির সামনের রাস্তা ও ফুটপাত পানি ও আবর্জনায় ছেয়ে যায়। এ কারণে কমপ্লেক্স সংলগ্ন বার্লিনের একটি গুরুত্বপূর্ণ সড়ক যা আলেকসান্ডাপ্লাৎস থেকে ব্রান্ডেনবুর্গ গেটের দিকে গিয়েছে তা বন্ধ করে দেয় জরুরি বিভাগ। খবর বিবিসির।
Leave a Reply