প্রেস বিজ্ঞপ্তি
এডমন্টন, আলবাটা (কানাডা) ১৭ ফ্রেরুয়ারি, ২০২৩: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ রিপোর্টার (ডিসিআর) মো. সাজ্জাদ হোসেনের মা আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক, স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের স্পেশাল প্রজেক্ট কমিটির চেয়ারপারসন ও বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি, মুক্তিযুদ্ধা সংসদ কানাডা ইউনিটের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।
বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর নির্বাহী ও কোস্টাল ১৯ কর্ম্মকর্তাবৃন্দ ও শোক প্রকাশ করেছেন।গত শুক্রবার বাদ মাগরিব মরহুমার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল উত্তর পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোকবার্তায় দেলোয়ার জাহিদ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান সহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন, মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ যে, মরহুমা বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলু মিয়ার সহধর্মিনী, তার বয়স হয়েছিল ১০৩ বছর. সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন তার সুযোগ্য পুত্র এবং দৈনিক বিজনেস বাংলাদেশ ও বাংলাদেশ আপডেট পত্রিকার সম্পাদক মরহুমার নাতি মেহেদী হাসান বাবু।
Leave a Reply