-
- খুলনা বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল
- আপডেট টাইম : December, 1, 2020, 8:17 pm
- 35
যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে যুবদলের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী,কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরের দক্ষিন মাথা সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মুহাম্মদ মুছা।
উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুবনেতা রাসেল হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ বিশ্বাস,পৌর বিএনপির তরুণনেতা জাহাঙ্গীর বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক প্রার্থী বিল্লাল হোসেন,সদস্য সচীব প্রার্থী সাইফুলসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
দোয়া মাহফিলে অসুস্থ বিএনপির নেতাদের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply