-
- রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, লিড নিউজ, শিল্প ও সাহিত্য, সারাদেশ
- বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
প্রতিকি ছবি
- আপডেট টাইম : August, 5, 2022, 11:40 pm
- 23
সুজন কুমার,নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।আজ শুক্রবার উপজেলার বনপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম ফিরোজ কবির (৪২)।তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালীয়া বাজার এলাকার বাসিন্দা। বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন তিনি। জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ব্যাটারিচালিত অটো ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘দুপুরে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে ফিরোজ কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তাঁর মৃত্যু হয়।’
Like this:
Like Loading...
Related
Leave a Reply