-
- খুলনা বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- ভাতিজার মৃত্যু সংবাদ পেয়ে দেখতে এসে চুয়াডাংগার জীবননগরে ট্রেনে কেটে বৃদ্ধার মৃত্যু
- আপডেট টাইম : January, 16, 2021, 3:50 pm
- 64
চুয়াডাঙ্গাপ্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ট্রেনে কেটে রোমেলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০ টার সময় জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জখম আলী নামে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে মারা যান। তার সন্তানদের দেখার জন্য মৃত জখম আলীর ফুপু চুয়াডাঙ্গা সদর উপজেলার বড শলুয়া গ্রামের মৃত সবদুল হোসেনের স্ত্রী রোমেলা খাতুন আজ শনিবার সেনেরহুদা গ্রামে আসছিলেন।
সে উথলী রেলস্টেশনের পার্শ্ববর্তী পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে রেলগেট পার হবার সময় খুলনা হতে রাজশাহীগামী আন্তঃনগর কপোতক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধার দেহ ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। যেহেতু ওই বৃদ্ধা ট্রেনে কেটে মারা গেছেন এজন্য রেল পুলিশ লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সময় নিউজ২৪.কম
Related
Leave a Reply