মোংলা প্রতিনিধি:
দেশীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) ভোরে সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড মোংলা সদর দপ্তর (পশ্চিম জোন)।
কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট শাহারিয়ার আলম এ তথ্য জানান।
এ সময় জেলেদের ব্যবহৃত ‘এফ বি মা শিবানী’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক হাজার বেশী বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্দার করা হেেছ।
আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় কোষ।টগার্ড। তবে জেলেদের মোংরা থানায় হস্তান্তর না করায় এরিপোর্ট রেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।
সমুদ্র পথ থেকে তাদের নিয়ে কোস্টগার্ড মোংলায় পৌঁছায় সন্ধ্যা ৬ টায়। এরপর আইনী প্রক্রিয়া শেষে আটকদের থানায় সোপর্দ করা হবে বলেও জানায় কোস্টগার্ড।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply