-
- ঢাকা বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- ভৈরবে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট টাইম : December, 2, 2020, 11:58 am
- 42
সোহানুর রহমান(সোহান) ভৈরব প্রতিনিধি।।
ভৈরবে গজারিয়া ইউনিয়নে মানিকদী পাড়াতলা গ্রামে নিজ গৃহ থেকে আখিঁ মণি (১৯) এর মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। নিহত আখিঁ শিমুলকান্দি গ্রামের আরিছ মিয়ার কন্যা বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের ভাই শাহাদাত বাদী হয়ে ভৈরব থানায় ১টি মামলা দায়ের করেছে।
নিহতের চাচা আ. রউফ জানান, গত ৩ মাস আগে তার ভাতিজিকে গজারিয়া ইউনিয়নের মানিকদী পাড়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাফায়েত মিয়ার কাছে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে স্বামী,ননদসহ পরিবারের লোকজন আখিঁকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে নানাভাবে নির্যাতন ও মারধোর করে। তাদের অত্যাচার নির্যাতনের কারণে আমার ভাতিজি মারা গেছে।
নিহতের মা আছমা বেগম জানান, তার মেয়েকে বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য ননদ, শ্বাশুড়ি ও স্বামী মিলে নানাভাবে চাপ ও অত্যাচার নির্যাতন করে মেরে ফেলেছে। তিনি এ ঘটনার বিচার চান।
এ বিষয়ে, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Related
Leave a Reply