-
- ঢাকা বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- ভৈরবে বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত
- আপডেট টাইম : December, 3, 2020, 12:51 pm
- 33
সোহানুর রহমান(সোহান) ভৈরব প্রতিনিধি:
ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় মাসুদ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী মাসুদ ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী গ্রামের খান মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে পরিবার-পরিজন নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী স্থায়ীভাবে বসবাস করেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ব্যবসায়ীক কাজে ভৈরব এসে নাটাল টোলপ্লাজা এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় মারা যান। দূর্ঘটনার পর খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,গতকাল রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা নাটাল মোড় এলাকায় ইকোনো সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করে পুলিশ।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply