আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের গাবরাখালির গারো পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র।রাস্তাঘাটের উন্নয়ন এবং নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। হালুয়াঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব জুয়েল আরেং,জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সায়েম এবং হালুয়াঘাট পৌর মেয়র জনাব খায়রুল আলম ভুঞা ইতিমধ্যে উক্ত স্থান পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষে পুরো কাজটি দিনরাত তদারক করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রেজাউল করিম এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব তানভীর। তাদেরকে সর্বাত্নক সহায়তা প্রদান করছেন উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল স্তরের মানুষ। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ এলাকায় অনেক মানুষের কাজের সুযোগ তৈরী হবে এবং ভ্রমণপিপাসু মানুষদের জন্য নতুন একটি সুন্দর স্থান যুক্ত হবে।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply