-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- মহাদেবপুরে দুই শতাধিক ছাত্রী নিয়ে “গার্ল গাইড” এর দিন ব্যাপি ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট টাইম : January, 26, 2023, 1:55 am
- 31
মো.আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের ৫ম গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সকাল ১০ টায় দিন ব্যাপি এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপজেলার ৫৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮ টি দাখিল মাদ্রাসার দুই শতাধিক মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্প উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। মহাদেবপুর উপজেলা গার্ল গাইড এ্যাসোসিয়েশন এ ক্যাম্প আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুুৎফর রহমান, গার্ল গাইড এ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের কমিশনার সিরাজুম মুনিরা, নওগাঁ জেলা কমিশনার নিলিমা আকতার, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খুরশিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। গার্ল গাইড ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহাদেবপুর উপজেলা কমিশনার সেলিনা বানু। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গার্ল গাইড শিক্ষক ও গার্ল গাইডগণ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
Leave a Reply