-
- কুমিল্লা বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- মুরাদনগরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট টাইম : December, 2, 2020, 1:45 pm
- 45
সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মুকলেশপুর এলাকার ধান ক্ষেত থেকে রবিবার রাত সাড়ে ন’টায় সোহেল(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার কোরবানপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Related
Leave a Reply