সফিকুল ইসলাম ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, একাডেমিক সুপার ভাইজার কোহিনুর বেগম, আমার বাড়ি আমার খামারের সমন্বয়কারী আফজালের রহমান, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর সোহেল রানা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ। মেলায় ৪টি কলেজ ও ৮টি উচ্চ বিদ্যালয় অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিকালে জেলা পর্যায়ে অংশ গ্রহণের জন্য তিনিটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply