মাসুদ রানা,মোংলাঃ
মোংলায় ঈদ-উল- আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মোংলা পৌর কর্তৃপক্ষ । আবহাওয়া অনুকূলে থাকলে এ দুটি জামাত পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।রবিবার (১১ আগস্ট)সকালে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদগাহে কমবেশি পাঁচ হাজার মুসল্লি যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোংলার কেন্দ্রীয় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়েবুর রহমান বলেন, এ বছরের ন্যায় এবারও ঈদের প্রধান জামাত পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত ঈদগাহ ময়দানে পড়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মংলায় ঈদগাহ ছাড়া বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা থাকবে
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply