যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দুপুরে সীমান্তবর্তী ধান্যখোলা এলাকা থেকে এ চালানটি জব্দ করা হয়।তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোলের ধাণ্যখোলা সীমান্ত দিয়ে বিপুল পরিমান মাদকের একটি চালান পাচারকারীরা ঢাকায় নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।জব্দকৃত মাদক দ্রব্যের মূল্য ৫০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।
Leave a Reply