রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী রংপুর টাউন হলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, রংপুর সাহিত্য পত্রের মোড়ক উন্মোচন, পদক প্রদান, পুরস্কার বিতরণ, কবিতা-ছড়া পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর টাউন হলে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
এতে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য রংপুর সাহিত্য সংস্কৃতিক পরিষদ গাইবান্ধার বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, নাট্যকার ছড়াকার মোহাম্মদ আবু জাফর সাবুকে ২০১৯ পদক প্রদান করা হয় ।
Leave a Reply