-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- র্যাবের অভিযান ৫ কেজি ৮ শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!
- আপডেট টাইম : January, 17, 2021, 4:06 pm
- 49
শহিদুল ইসলাম জি এম মিঠনঃ
র্যাবের অভিযানে ৫ কেজি ৮ শ ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক মাদক কারবারি আটক হয়েছে।জয়পুরহাটের কালায় থানার পাঁচশিরা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৮ শ ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব বলে নিশ্চিত করেছেন অভিযানিক দলের কর্মকর্তা।র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে রবিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টায় গাঁজা, ১০৯০ টাকা, ৪ টি মোবাইল ফোন সেট, ৪ টি সীম কার্ডসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সুজন (৪০), মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৬), মোঃ ইয়াকুব আলী (২৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন কর্মকর্তা।
সময় নিউজ২৪.কম
Related
Leave a Reply